Latest Thread

Blue
Red
Green
Orange
Voilet
Slate
Dark
  • 📌📌Credit System (Update: 10.04.2023): Click Here
    📌📌How To Register, Log In And Download in Our Forum [Updated Version]: Click Here
    📌📌Important Rules For Uploader: Click Here
    📌📌কিভাবে সাইটে বই পোস্ট করবেন : Click Here
  • 💢 We always incentivize buying the original one. 💢
    🌻সাইটে স্প্যামিং বেড়ে যাওয়ায় আবারও ইনাভাইটেশন অন করে দেওয়া হলো। যাদের ইনভাইটেশন লাগবে এখানে ম্যাসেজ করুন। 🌻

Announcement Top Poster Of The Month Winner Get Award

Mamun7

Newb!e
Registered
Joined
Jun 8, 2018
Messages
74
Reaction score
584
Points
83
Credits
582
টাকা ছাড়া দিতাম না কথাটা ভুল ভাই, 2017 সাল থেকে কারেন্ট এফেয়ারস দেয়া হয় সাইটে, আর পে সিস্টেম এসেছে ম্যাক্সিমাম 6 মাস, আনিয়েছেন আপনারাই, আগেতো সব ফ্রিতেই যাইতো, তাইনা? আর আমিতো বলেইছি আমার জবের বই দরকার হয় না তো কিনবো কেন? আর যদি কিনেই দেয়া লাগে তবে তার খরচতো আমি উঠানোর চেষ্টা করবই, আমি এর আগেও বলেছি কেউ যদি স্ক্যানের জন্য ধার দেয় তবে সব ফ্রীতেই পাবে, আবার স্ক্যানের পর ফেরতও দেয়া হবে, আর বিজ্ঞাপন সাইটে আপনি কোথায় দেখলেন, সাইট তো বিজ্ঞাপন মুক্ত, একবার দেয়া হয়েছিল মেম্বারদের মতামত জানার জন্য, কিন্তু নেতিবাচক হওয়াতে বাদ দেয়া হয়েছেl
আগে ফ্রীতে দিলে হাজার হাজার শেয়ার হইত, আর এখন কয়েকশ মেবি, তাহলে কোনটা ভাল? আপনিই বলেনl

ভাই আমি যখন (০২-১১-২০২০) কিনেছিলাম তখন ফ্রি ছিল না। আপনার যেমন জবের বই আর দরকার হয় না তেমনি এখন আমারও। কারণ আমার জব হয়ে গেছে। যাহোক এখন বিজ্ঞাপণ ব্যবহার করেন কিনা জানি না আমি যখন আগে নিয়মিত আসতাম তখন বিজ্ঞাপনের জন্য মোবাইল থেকে বইঘরে ঢুকতে কষ্ট হত। তবুও কখনো বিজ্ঞাপনের কথা বলি নাই কারণ সাইট চালানোরতো একটা খরচ আছে। computer এর adblocker এর ইমেজ দেখুন কতগুলো ব্লক করেছে।
যাহোক আপনি বিজ্ঞাপন ব্যবহার বন্ধ করে থাকলে তা পুনরায় ব্যবহার করুন। সবাই বিজ্ঞাপনের টাকা দিয়ে সাইট চালায়। তাহলে সাধারণ ইউজাররা বই থেকে বঞ্চিত হবে না। ধন্যবাদ এবং ভাল থাকবেন।
 

Kamrul Hasan7030

Newb!e
Registered
Joined
Jan 14, 2021
Messages
21
Reaction score
201
Points
28
Age
29
Credits
1,343
ফোরামের নতুন নতুন উদ্যেগ দেখে খুব ভালো লাগলো। দোয়া করি বইঘর ফোরাম যেন আরো সমৃদ্ধ হয় ও আমাদের ভালোবাসার ফোরাম যে দীর্ঘ দিন বেঁচে থাকে। সম্মানিত সকল আপলোডার ও মডেরেটরদের অসংখ্য ধন্যবাদ দুনিয়ার নানা রকম ব্যস্ততার সত্ত্বেও ফোরামে সুন্দর সুন্দর বই শেয়ার করার জন্য। আশা রাখি আল্লাহ তৌফিক দিলে একদিন ইন শা আল্লাহ ডোনেট করবো।

তবে একটা জিনিস দেখে খারাপ লেগেছে যে, টপ পোষ্টার অফ দ্যা মান্থ যিনি হবেন তাকে পুরষ্কার দেবার ঘোষনা আসার পরই দেখছি বিভিন্ন পোষ্টে কমেন্ট তো হচ্ছে ঠিকই কিন্তু তা কি আসলেই গঠনমূলক? মডেরেটরদের প্রতি অনুরোধ একটু বিবেচনা করে কমেন্ট এ্যাপ্রুভ করার জন্য। একটা পিডিএফ তৈরী করতে একজন মানুষের স্ক্যান, ইডিট মিলে অনেক সময় লাগে, সেখানে যখন দেখি কমেন্ট জাস্ট দু এক লাইনে লেখা তাও যদি কিছু রুলস না দেয়া হতো তাহলে তো Thank You, Nice লিখেই অনেকে ক্ষান্ত হতো। কমেন্টে আপলোডারকে কোন ধন্যবাদ জ্ঞাপন করা হয় না। আসলে আমরা নিজেরা যদি আপলোডারদের কদর না করি উনাদের যদি উৎসাহ না দিই তাহলে নতুন আপলোডার হওয়া তো দূরের কথা আমরা পুরনো অনেক আপলোডারকেও হারাবো। তাই আমাদের উচিত লাইক ও কমেন্ট করে সকল আপলোডারকে উৎসাহ দেয়া।

[বি:দ্র: কথাগুলো একান্ত আমার ব্যক্তিগত মতামত, কাউকে আঘাত বা ছোট করার জন্য কোন কথা বলা হয়নি। তবুও যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করবেন।]
 
Top Bottom