Latest Thread

Blue
Red
Green
Orange
Voilet
Slate
Dark
  • 📌📌Credit System (Update: 10.04.2023): Click Here
    📌📌How To Register, Log In And Download in Our Forum [Updated Version]: Click Here
    📌📌Important Rules For Uploader: Click Here
    📌📌কিভাবে সাইটে বই পোস্ট করবেন : Click Here
  • 💢 We always incentivize buying the original one. 💢
    🌻সাইটে স্প্যামিং বেড়ে যাওয়ায় আবারও ইনাভাইটেশন অন করে দেওয়া হলো। যাদের ইনভাইটেশন লাগবে এখানে ম্যাসেজ করুন। 🌻

Announcement Crowd Funding [For New Scanner]

Boighar

Forum Legend
Staff member
Administrator
Joined
Jan 5, 2017
Messages
1,623
Reaction score
150,727
Points
113
Website
www.boighar.com
Credits
81,338
রায়ানস কম্পিউটারে গিয়ে কথা বলার পর তাদের আপডেট অনুসারে স্ক্যানার পরিবর্তন করা হয়েছে।

হ্যালো বইঘর মেম্বার,


কেমন আছেন!!! আশাকরি ভালোই আছেন।

জরুরী বিষয়ে কথা বলার জন্য এই পোস্টের অবতারণা। বইঘর শুরু থেকেই তার মেম্বারদের বই পড়তে উদ্বুদ্ধ করেছে। তার জন্য পুরাতন নতুন বই মিলেয়ে অনেক বইই ফ্রীতে দেওয়া হত। সেটার সদ্ব্যবহার বা সুযোগ কাজে লাগিয়ে বই লিক করার মত ঘটনাও ঘটেছে। সেখান থেকেই প্রিমিয়াম মেম্বারশিপের উৎপত্তি। এতে মেম্বারদের সমস্যা হলেও এডমিনদের সুবিধা হয়েছে। বই লিক অনেক কমে গিয়েছে। আবার সাইট চালানোর জন্য কিছু কন্ট্রিবিউশন পাচ্ছে। এছারাও আরও অনেক হিডেন খরচ আছে। যার মধ্যে একটি হলো বই স্ক্যান করার জন্য স্ক্যানার।

অনেকেই মোবাইলে ছবি তুলে পিডিএফ বানায়। কিন্তু সেটা স্ক্যানারের মত হয় না। কখনও হবেও না। আমি এপর্যন্ত ২টা স্ক্যানার ব্যবহার করেছি, যেটা আমার নিজের কেনা ছিল। আমার দুইটা স্ক্যানারই মৃত্যুবরণ করেছে।

বর্তমানে অনেকেই জব রিলেটেড বই স্ক্যানের জন্য অনুরোধ করেন (যেমনঃ জব সল্যুশন, মেন্টরস এমবিএ বই) যেটা এক এক পেজ করে স্ক্যান করতে হয়। যেখানে নরমাল এ৪ সাইজের ১০০০ পেজের বই স্ক্যান করতে ৫ ঘণ্টা লাগে সেখানে জবের ১০০০ পেজের বই স্ক্যান করতে ১২/১৩ঘন্টা লেগে যায়। তারপর আবার এডিট পিডিএফ মেকিং আছে। স্ক্যানে হিউজ একটা টাইম লাগে।

যেহেতু আগেকার স্ক্যানারটা নষ্ট হয়ে গেছে, তাই আমরা এখন অ্যাডভান্স লেভেলের একটা স্ক্যানার কেনার চেষ্টা করছি। যাতে স্ক্যানের সময় কিছুটা বাঁচানো যায়। এই লক্ষ্যে আমরা নিচের লিঙ্কের স্ক্যানারটা কেনার চেষ্টা করছি। কিন্তু সমস্যা এক জায়গাতেই। আর সেটা হল ফান্ড। মূলত ফান্ডের জন্যই কেনাটা আটকে আছে। স্ক্যানারটা কিনতে পারলে স্ক্যান টাইম ২/৩ গুন কমে যাবে। ফলে বই আসার সময়ও কমে যাবে।

এজন্যই ক্রাউড ফান্ডিং এর পোস্টের অবতারণা।

নিচের লিঙ্ক থেকে স্ক্যানারের ফুল ডিসক্রিপসন দেখে নিতে পারেন।

রায়ানস কম্পিউটারে গিয়ে কথা বলার পর তাদের আপডেট অনুসারে স্ক্যানার পরিবর্তন করা হয়েছে।

আমাদের টার্গেট ৩০,০০০/=। আমি নিজের চেষ্টায় এখন পর্যন্ত ৩,০০০/= কালেকশন করেছি।

আপনারা আপনাদের সাধ্যমত যদি হেল্প করেন তাহলে এটা মে বি বড় কোন ইস্যু হবে না।

টার্গেটঃ 30,000/=
কালেক্টেডঃ 13500+500+500+500+700 = 15700/= (17.11.2022)


আমরা এখানে আপডেট দিয়ে দিবো কত টাকা উঠল।

আপনারা বিকাশের মাধ্যমে হেল্প করতে পারেন। বিকাশে সেন্ড মানি করার সময় রেফারেন্স এ স্ক্যানার শব্দটা লিখে দেবেন। ইন্ডিয়া বা দেশের বাইরে থেকে পেপাল এর মাধ্যমে পে করতে পারবেন। ইন্ডিয়া থেকে গুগোল পে এর মাধ্যমেও পে করতে পারবেন। নিচে সব গুলোর নাম্বার দিয়ে দেয়া হবে। এছাড়া অন্য কোন মাধ্যমে পে করতে চাইলে আমাদের এডমিনের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।


বিকাশ পার্সোনালঃ 0199 66 54 666 (send money) (কল করবেন না।)
গুগোল পেঃ 7719157735 (Only for India)
পেপালঃ
বা এ যোগাযোগ করুন। (এটা ধার করা তাই পাবলিকলি দেয়া যাবে না)


আর যারা কন্ট্রিবিউট করবেন তারা সবাই সাইটের কন্ট্রিবিউটর ব্যাজ পাবেন। ভাগ্য ভালো থাকলে ২/১ নতুন বইও পেয়ে যেতে পারেন।

***আপাতত স্ক্যানার নষ্ট হয়ে গেছে। তাই সবকিছু অফ। মাঝে মাঝে আগে স্ক্যান করা ২/১ টা বই ফ্রী পেতে পারেন।

~~~= ধন্যবাদ =~~~
 
Last edited:
Top Bottom